অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান গ্রায়েম হিককে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে । ৫০ বছর বয়সী এই কোচ অস্ট্রেলিয়ার পুনর্গঠিত কোচিং স্টাফে যোগ দিলেন।

‘সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে গ্রায়েম আমাদের সঙ্গে ছিলেন। সত্যিকার অর্থে আমরা তার কাজে মুগ্ধ।’ বলেন দলটির প্রধান কোচো লেহ্যমান।

অস্ট্রেলিয়া বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। তাছাড়া ইংল্যান্ডে অ্যাশেজও রয়েছে। এসব চিন্তা করে গ্রায়েমকেই তাদের উপযুক্ত মনে হয়েছে।

১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৬৫টি টেস্ট ও ১২০টি ওয়ানডে খেলেছিলেন হিক। টেস্টে তাঁর সংগ্রহ ৩,৩৮৩ রান। ওয়ানডে ক্যারিয়ারে পাঁচটি শতকসহ হিক করেছিলেন ৩,৮৪৬ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে হিকের পরিসংখ্যান তাক লাগিয়ে দেওয়ার মতো। ৫৩৬টি ম্যাচ খেলে তিনি সংগ্রহ করেছেন ৪১,১১২ রান। শতক করেছেন ১৩৬টি।

২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফর। শুরুতেই অস্ট্রেলিয়া একটি ওয়ানডে খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। ওই সিরিজ দিয়ে কাজ শুরু করবেন হিক।
Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031