গতকাল ২৫টি লাশ উদ্ধার করা হয়। আজ ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও চারটি লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান আরও পরিকল্পিতভাবে সম্পন্ন করার জন্য আজ রবিবার রাত নয়টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনীর একটি টিম।টঙ্গীর বিসিক শিল্প নগরীর টাম্পাকো ফয়েলস কারখানার আগুন দুই দিনেও নিভেনি।
লে. কর্নেল শফিউল আজমের নেতৃত্বে টিমটি ঘটনাস্থলে এসে হাজির হয়ে পরিস্থিতি সরজমিন পরিদর্শন করেন। তারা সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে পুরো বিষয়টি জানাবেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় স্থানীয় এমপি রাসেল এমপি, ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তারা রয়েছেন। সেনা সদস্যরা অভিযানে অংশ নিবেন কী নিা তা পরিষ্কার নয়। ঘটনাস্থল ঘুরে দেখার পর সেনাকর্মকর্তারা স্থানীয় এমপির সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠকে ফায়ার সার্ভিসের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন।
ধ্বংসস্তূপের ভেতর থেকে আজ রবিবার প্রথমে ছয়টি লাশ উদ্ধার করার কথা বলা হলেও ফায়ার সার্ভিসের মহাপরিচালক লে. কর্নেল মোশাররফ হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, আসলে মরদেহ ছয় জনের নয়, চার জনের। রাত পোনে আটটার দিকে নিয়ন্ত্রণ কক্ষের সামনে সংবাদ সম্মেলনে বলেন, লাশগুলো বিকৃত ও অংশ বিশেষ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এই ভুলবুঝাবুঝির সৃষ্টি হয়েছে তিনি স্বীকার করেন। তিনি বলেন, পরে আমরা যাচাই বাছাই শেষে আমাদের ভুল বুঝতে পারি।
লাশগুলো ফুলে গিয়েছিল। উদ্ধারের পরপরই লাশগুলো নেয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এখনো নয় জন নিখোঁজ রয়েছে বলে জেলা প্র্রশাসনের পক্ষে থেকে বলা হয়েছে। তবে যে চার জনের লাশ আজ পাওয়া গেছে তারা ঔ নিখোঁজ তালিকায় রয়েছে কি না তা জানা যায়নি।
তবে এ নিয়ে জনমনে একটা বিভ্রান্তি রয়েছে।
গতকাল শনিবার সকালে অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেজিং কারখানা টাম্পাকোতে বিস্ফোরণের পর আগুন লাগে। এতে ২৯ জন নিহত হয়। এর মধ্যে গতকাল ২৫ জনের কথা জানা যায়। আজ আরও চার জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।