পুলিশ পটুয়াখালীর কলাপাড়ায় তৃতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রী মোসা. রুবাইয়া আক্তার মীম (৯) হত্যার কারণ উদঘাটিত হয়েছে। মায়ের জমানো টাকা নিতে বাধা দেয়ায় খালাতো ভাই সাগর শেখ মীমকে হত্যা করেছে বলে জানিয়েছে।
রবিবার সকালে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনেওয়াজ এ কথা জানান।
তিনি বলেন, শনিবার কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশের হাতে আটক সাগর শেখ (১৯) ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শাহনেওয়াজ বলেন, মীমের হত্যাকারী তার খালাতো ভাই সাগর শেখ। গত ৮ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে মীমের মা লাইলী বেগম বাজার করতে বের হন। এসময় মীম মাদ্রাসা থেকে বাসায় ফিরে এসে বাসার দোতলায় মায়ের নির্দেশ অনুযায়ী কাপড়-চোপড় গুছাতে শুরু করে। এ সুযোগে ঘাতক সাগর ঘরের দোতলায় উঠে খালা লাইলী বেগমের গচ্ছিত টাকা নিতে গেলে মীম এতে বাধা দেয়।
এ নিয়ে মীমের সাথে খালাতো ভাই সাগরের বাকবিতণ্ডা হয়। এক পযার্য়ে মীমের গলায় তার পেঁচিয়ে তাকে হত্যা করে সাগর। পরে মীমের মা লাইলী বেগম বাজার থেকে ফিরে এসে ঘরের চৌকির ওপরে মিমকে নিথর অবস্থায় দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করে। তার কান্নাকাটি শুনে তাৎক্ষণিক মিমকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রুবাইয়া আক্তার মীমের মা লাইলী বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।