১২ জন নিহত হয়েছেন দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় । এর মধ্যে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুটি দুর্ঘটনায় পাঁচজন, টাঙ্গাইল সদরে বাস-ট্রাকের সংঘর্ষে চারজন এবং কক্সবাজারে তিনজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জনেরও বেশি। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকাটাইমসের প্রতিনিধিদের পাঠানো খবর।
গাজীপুর প্রতিনিধি জানান, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার রঙ্গিলা বাজার ও সদর উপজেলার ভবানীপুর এলাকায় দুটি দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। তাদের নামপরিচয় জানা যায়নি।
সকাল সোয়া সাতটার দিকে শ্রীপুর উপজেলার রঙ্গিলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের সঙ্গে একটি পিকআপের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান তিনজন।
এছাড়া গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি ট্রাক যাত্রীবাহী একটি লেগুনাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই লেগুনার দুই যাত্রী নিহত হয়। দুটি দুর্ঘটনায় আহত হয় ১০ জন।
শ্রীপুর মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। লাশগুলো শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং ১৮ জনের মতো আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
টাঙ্গাইল মডেল থানা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আশরাফ উল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সিমেন্ট ও যাত্রীবাহী একটি ট্রাক পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত ও অন্তত ২০ জন আহত হন।
আহতদের মধ্যে বগুড়ার নন্দিপাড়া গ্রামের শান্তনা, সিরাজগঞ্জ জেলার মেছড়া ইউনিয়নের আকনাদীঘি গ্রামের মাসুদ, শেফালী খাতুন, শান্ত ও শাওনের নাম জানা গেছে। তাদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
এদিকে কক্সবাজারে কার্ভাডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা খেলে তিনজন নিহত হয়েছে। ভোরে ইনানী লাবেলা রিসোর্টের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে জিয়া উদ্দিন নামে একজনের নাম জানা গেছে। পরে কার্ভাডভ্যান থেকে তিন হাজার পিস ইয়াবা ও এক বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলাম ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেল যোগে দুই যুবক কাভার্ডভ্যানটিকে ধাওয়া করে। পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দেয়ালে গিয়ে ধাক্কা দিলে ধাওয়াকারীদের একজনসহ তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারায়।