৯/১১ সন্ত্রাসী হামলার ঘটনায় সৌদি সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ রেখে একটি বিল পাশ করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস প্রতিনিধি পরিষদ।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াল্ড ট্রেড সেন্টার টুইন টাওয়ারে হামলার ১৫ বছর পূর্তির প্রাক্কালে শুক্রবার দেশটির কংগ্রেসের প্রতিনিধি পরিষদে সর্বসম্মতিতে বিলটি কন্ঠভোটে পাস হয়। এর আগে গত মে মাসে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিলটি পাস হয়। এ নিয়ে দীর্ঘদিনের মিত্র সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে অস্বস্তি সৃষ্টি হয়েছিল।

তখন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে এ বিলটি পাস করা হলে যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার কোটি ডলারের বিনিয়োগ তুলে নেয়ার হুমকি দিয়েছিল সৌদি আরব। অবশ্য প্রথম থেকেই ৯/১১-এর এই ভয়াবহ সন্ত্রাসী হামলায় সৌদি আরব সরকারের জড়িত থাকার সম্ভাবনা নাকচ করে আসছে দেশটি।

প্রসঙ্গত, উড়োজাহাজ ছিনতাই করে ৯/১১-এর হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজন ১৯ জনের মধ্যে ১৫ জনই সৌদি নাগরিক বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র।

এদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদে শুক্রবার পাস হওয়া বিল ইস্যুতে প্রেসিডেন্ট বারাক ওবামা তার পূর্বেকার অবস্থান পুণর্ব্যক্ত করেছেন। ভেটো দিয়ে বিলটি আটকে দেবেন বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই বিল পাস হলে অন্য দেশগুলোও যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে একই ধরনের আইন প্রণয়নের উদ্যোগ নিতে পারে।

প্রতিউত্তরে ৯/১১ ট্রাজেডিতে ক্ষতিগ্রস্তদের সংগঠনের নেতা টেরি স্ট্রাডা বলেছেন, সন্ত্রাসী সংগঠন আর মানুষ হত্যায় যদি তারা অর্থায়ন না করেন তাহলে তো তাদের ভয়ের কারণ নেই।

বিশ্লেষকদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বারাক ওবামা বিরোধিতা করলেও রিপাবলিকান নেতারা তাদের পক্ষে যথেষ্টসংখ্যক ভোট আদায় করে নিতে পারেন। আর তা হলে এই প্রথমবারের মতো ওবামার কোনো ভেটো প্রত্যাখ্যাত হবে। সূত্র : বিবিসি,এএফপি, এনডিটিভি

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031