বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলায়। এ সময় অন্তত কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার কান্দিলায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
টাঙ্গাইল মডেল থানা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আশরাফ উল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সিমেন্ট ও যাত্রীবাহী একটি ট্রাক পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত ও অন্তত ২০ জন আহত হন।
আহতদের মধ্যে বগুড়া নন্দিপাড়া গ্রামের শান্তনা (৩০), সিরাজগঞ্জ জেলার মেছড়া ইউনিয়নের আকনাদীঘি গ্রামের মাসুদ (৪০), সেফালী খাতুন (৩০), শান্ত (১০) ও শাওন (৫)। তারা টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
সহকারী পুলিশ সুপার জানান, ফায়ার সার্ভিসকর্মীরা নিহতের উদ্ধার করেছে। এদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |