শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের হাসপাতাল গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহি একটি নৈশ কোচের সাথে ট্যাঙ্ক লরির সংর্ঘষে একজন নিহত ও কমপক্ষে ৩০ জন যাত্রী কমবেশি আহত হয়েছে।
তবে তাৎক্ষনিক ভাবে আহত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহি বাস সীতা্কুণ্ড হাসপাতালের সামনে পৌছলে এসময় বিপরীত দিকে যাওয়া ট্যাঙ্ক লরিকে সাইট দিতে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন যাত্রী মারা যায়।
খবর পেয়ে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার স্টেশন থেকে দুই ইউনিটের ৪টি গাড়ি গিয়ে উদ্ধার কাজ চালায়। দুর্ঘটনায় অন্তত ৩০ যাত্রী আহত হয়েছে।
আহতদেরকে সীতাকুণ্ড স্বাস্থ কেন্দ্র এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।