আজ সকাল ১১টার দিকে সদর উপজেলার শহীদ এম মনসুর আলী ষ্টেশনের প্রবেশ পথে এ দূর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আলী জাহান জানান, ছাদে বিপুল সংখ্যক যাত্রী নিয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে খুলনা যাচ্ছিল। ট্রেনটি শহীদ এম মনসুর আলী ষ্টেশনের কাছে পৌঁছলে উপর দিয়ে টাঙ্গানো ক্যাবল ব্যবসায়ীদের তারের সাথে বেধে যায় ছাদের যাত্রীরা। এসময় অন্তত ২৫ যাত্রী সিটকে মাটিতে পড়ে যায়। ঘটনার পর ট্রেনটি অন্তত ২০মিনিট বিরতি নিয়ে পুনরায় গন্তব্যের দিকে রওয়া দেয়। দূর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযানে অংশ নেয়। আহতদের মধ্যে ২০জনকে উদ্ধারের পর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জ সদর হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আকরামুজ্জামান জানান, হাসপাতালে ১৮জন ভর্তি হয়েছে। একজন চিকিৎসা নিয়ে চলে গেছে। আহতদের মধ্যে কয়েকজনের হাত ভেঙ্গে গেছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |