হজ শুরুর আগেই ৩৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। অসুস্থ আছেন আরও ১৭ জন।
শনিবার থেকে শুরু হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। ইতোমধ্যে বাংলাদেশি লক্ষাধিক হজযাত্রী মক্কায় পৌঁছেছেন।
শুক্রবার বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
হজযাত্রীদের মধ্যে যাদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ২৪ জন পুরুষ আর ৯ জন নারী। এদের মধ্যে মক্কায় ২৪ জনের, মদিনায় ৮ জনের এবং বাকিজনের মৃত্যু হয়েছে জেদ্দায়।
বাংলাদেশী হজযাত্রীদের নিয়ে ৪ আগস্ট প্রথম ফ্লাইট সৌদি আরবে পৌঁছানোর পর ৭ আগস্ট প্রথম বাংলাদেশির মৃত্যু হয়।
বুলেটিনে বলা হয়েছে, সৌদি আরবের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৯৯টি ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ বাংলাদেশের এক লাখ এক হাজার ৮২৯ জন সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার পাঁচ হাজার ১৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৯৫ হাজার ৬১৪ জন রয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলমানদের সঙ্গে ১১ সেপ্টেম্বর হজ করবেন তারা।
এ পর্যন্ত বাংলাদেশিদের ৪০৫টি লাগেজ হারানোর অভিযোগ পাওয়া গেছে জানিয়ে বুলেটিনে বলা হয়, এর মধ্যে ২৩৫টি লাগেজ উদ্ধারের পর ১৭৬টি হস্তান্তর করা হয়েছে।
সৌদি সরকারের নির্ধারিত কোটা অনুযায়ী সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন করার সুযোগ পাচ্ছেন এবার। হজ শেষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবরের মধ্যেষ ফিরতি ফ্লাইটে দেশে ফিরবেন এই বাংলাদেশিরা।