বৃহস্পতিবার বরফ আচ্ছাদিত এলাকায় পুরো রাত কাটাতে হয় তাদের। আজ শুক্রবার সকালে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা হয়। খবর বিবিসির।
আল্পস পর্বতমালার ফান্সের অংশে ৩৮০০ মিটার(১২ হাজার ৪৬৮ ফুট) উপরে ক্যাবল কারে আটকা পড়েছিল ১০ বছর বয়সী এক শিশুসহ ৩৩ পর্যটক।
বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৩টা ৪০ মিনিটে কারিগারি ত্রুটির কারণে মন্ট ব্লাঙ্ক পর্বতের উপরে ক্যাবল কারগুলো আটকে যায়। প্রাথমিকভাবে কারগুলোতে ১১০ জন আরোহী ছিল। এদের মধ্যে ৪৮ জনকে হেলিকপ্টারের মাধ্যমে ক্যাবল কার থেকে নামিয়ে আনা হয়। ৩০ জন পর্যটক পাহাড়ের কাছাকাছি থাকায় তাদের দড়ি দিয়ে নিচে নামিয়ে আনেন উদ্ধারকর্মীরা।

বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার রাতে উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করা হয়। যার কারণে মাঝ আকাশেই রাত কাটাতে বাধ্য হন ৩৩ পর্যটক। উদ্ধারকর্মীরা আটকা পড়া পর্যটকদের খাবার, কম্বল এবং পানি সরবরাহ করেন। শুক্রবার সকাল ৬টার দিকে আবার উদ্ধার অভিযান শুরু হয়। ফ্রান্স, ইতালি এবং সুইজারল্যান্ডের উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযানে অংশ নেয়।

ক্যাবল কার কোম্পানির প্রধান ম্যাথিউ ডিকেবেন জানান, সম্ভবত শক্তিশালী বাতাসের কারণে ক্যাবল কারগুলো আটকা পড়তে পারে। তবে প্রকৃত কারণ তিনি জানাতে পারেননি।

স্থানীয় পুলিশ কর্মকর্তা কর্নেল ফ্রেডরিক ল্যাবরুনি বলেন, ‘উদ্ধার অভিযানটি অবিশ্বাস্য ছিল। পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ৩৬টি ক্যাবল কারে উদ্ধার তৎপরতা চালাতে হয়েছিল।’

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031