ঢাকাগামী বাস উল্টে ১৭ যাত্রী আহত হয়েছে বরিশালের কীর্তনখোলা নদীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সেতুর ঢালে ।
আহত যাত্রীদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বেলা পৌনে ১১টায় এ ঘটনা ঘটেছে।
কোতয়ালী থানার এসআই মো. শহীদ জানান, সকালে বরগুনা থেকে ঢাকার উদ্যোশে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-৭৮৬২) কীর্তনখোলা নদীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সেতুর ঢালে বিশ্ববিদ্যালয় সামনে এসে নিয়ন্ত্রণ হাড়িয়ে ব্রিজের পাশে ধাক্কা খেয়ে উল্টে পড়ে যায়। এতে বাসে থাকা ১৭ যাত্রী আহত হয়।
পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্যাণ মিত্র বলেন, এ পর্যন্ত ১৭ যাত্রীকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।