জনি ডেপ সত্য ঘটনা নিয়ে তৈরি ক্রাইম থ্রিলারে কাজ করবেন। দুই র্যাপার টুপাক শাকুর এবং নটোরিয়াস বিগ’এর মৃত্যুরহস্য নিয়ে তৈরি হবে সিনেমা। নাম, ‘ল্যাবিরিন্থ’।
লস অ্যাঞ্জেলেস পুলিশের ডিটেকটিভ রাসেল পুল সাজবেন জনি। র্যান্ডাল সালিভানের লেখা বই ভিত্তি করে এই সিনেমা বানাচ্ছেন ব্র্যাড ফারম্যান। স্ক্রিনপ্লে লিখছেন ক্রিশ্চিয়ান কনট্রেরাস। এই বছরের শেষে শুটিং শুরু হওয়ার কথা ‘ল্যাবিরিন্থ’এর।