শুক্রবার বেলা ১১টার দিকে কড্ডার মোড় শহীদ এম মনসুর আলী স্টেশনের পাশে ঢাকা থেকে খুলনাগামী সুন্দনবন এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। ওই রেলপথের উপর দিয়ে বয়ে যাওয়া টিএন্ডটি, ডিশ ক্যাবল ও বিদ্যুৎ লাইনের তারের সাথে লেগে যাত্রীরা পড়ে যান। সিরাজগঞ্জে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে অন্তত ৪০ যাত্রী আহত হয়েছেন।
খবর পেয়ে থানা পুলিশ, রেলওয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা এসে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠিয়ে দেয়। আহতদের পরিচয় জানা যায়নি।
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ ইকবাল এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছলে বিভিন্ন তারের সাথে লেগে যাত্রীরা পড়ে যায়। তিনি পনের-বিশ জন পড়ে যাওয়ার কথা স্বীকার করেছেন।
তবে স্থানীয়রা জানায়, ট্রেন থেকে প্রায় ৪০ জন যাত্রী পড়ে গেছেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আকরামুজ্জামান বলেন, এ পর্যন্ত আহত ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও বেশ কজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের অধিকাংশের হাত-পা ভেঙে গেছে। তবে কেউ আশঙ্কাজনক নয়।