দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ঈদুল আজহা, দুর্গাপূজার ছুটিসহ ৫১ দিনের টানা অবকাশে যাচ্ছে । ৯ সেপ্টেম্বর থেকে এ অবকাশ শুরু হয়ে আগামী ২৯ অক্টোবর শেষ হবে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্টার আজিজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অবকাশের সময়ে আপিল বিভাগের একটি বেঞ্চ এবং হাইকোর্ট বিভাগে ২৭টি বেঞ্চ বসবে। অবকাশকালে সুপ্রিম কোর্টের অফিসগুলো খোলা থাকবে।
আপিল বিভাগে মামলা শুনানির জন্য বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি। তিনি ১৮ ও ২৫ সেপ্টেম্বর এবং ২, ৯ ১৯, ২৩ অক্টোবর বেলা ১১টায় আদালতে শুনানি গ্রহণ করবেন।
হাইকোর্ট বিভাগে বিচারপতি মো. মিজানুর রহমান ভূঞার একক বেঞ্চ আগামী ২০, ২১ ২৭ এবং ২৮ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মূলভবনের ১৩ নম্বর কক্ষে শুনানি গ্রহণ করবেন।
বিচারপতি ফরিদ আহম্মদ এবং বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ আগামী ১৮, ১৯, ২০, ২৫, ২৬ এবং ২৭ অক্টোবর এনেক্সভবনের ২৫ নম্বর কক্ষে বেলা ১১টা থেকে সোয়া ১টা পর্যন্ত শুনানি করবেন।
বিচারপতি এএফএম আবদুর রহমানের একক বেঞ্চ আগামী ২৫, ২৮ সেপ্টেম্বর এবং ৬ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এনেক্সভবনের ২৩ নম্বর কক্ষে শুনানি করবেন।
বিচারপতি আবদুল হাফিজের একক বেঞ্চ আগামী ২০, ২১, ২২, ২৭, ২৮ এবং ২৯ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এনেক্সভবনের ১২ নম্বর কক্ষে বসবেন।
বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী ১৭, ১৮, ১৯, ২৪, ২৫ এবং ২৬ অক্টোবর এনেক্সভবনের ৩৩ নম্বর কক্ষে বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বসবেন।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর একক বেঞ্চ আগামী ১০, ১৭ এবং ২৪ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মূলভবনের ১৪ নম্বর কক্ষে বসবেন।
বিচারপতি এমদাদুল হকের একক বেঞ্চ আগামী ২, ৩, ৪, ৫, ৬, ৯, ১০ এবং ১৩ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত এনেক্সভবনের ৮ নম্বর কক্ষে বসবেন।
বিচারপতি মো. আতাউর রহমান খানের একক বেঞ্চ আগামী ২, ৩, ৪, ৫, ৬, ৯, ১০ এবং ১৩ অক্টোবর মূলভবনের ৭ নম্বর বিচারকক্ষে সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।
বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিমের একক বেঞ্চ আগামী ১৭, ১৮, ১৯, ২৪, ২৫ এবং ২৬ অক্টোবর এনেক্সভবনের ২৯ নম্বর বিচারকক্ষে শুনানি গ্রহণ করবেন।
বিচারপতি মো.রেজাউল হক এবং বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের দ্বৈতবেঞ্চ আগামী ৩, ৪, ৫, ৯, ১০ এবং ১৩ অক্টোবর বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত এনেক্সভবনের ১৬ নম্বর বিচারকক্ষে শুনানি গ্রহণ করবেন।
বিচারপতি শেখ আবদুল আউয়ালে একক বেঞ্চ আগামী ২০, ২১, ২৭, ২৮ সেপ্টেম্বর এবং ৪ ও ৫ অক্টোবর এনেক্সভবনের ১৮ নম্বর বিচারকক্ষে শুনানি গ্রহণ করবেন।
বিচারপতি মামনুর রহমান এবং বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর বেঞ্চ আগামী ১৭, ১৮, ১৯, ২৪,২৫ এবং ২৬ অক্টোবর বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত এনেক্সভবনের ১৪ নম্বর বিচারকক্ষে বসবেন।
বিচারপতি বোরহান উদ্দিন এবং বিচারপতি এসএম মজিবুর রহমানের ডিভিশন বেঞ্চ আগামী ২, ৪, ৬, এবং ৯ অক্টোবর এনেক্সভবনের ৩০ নম্বর বিচারকক্ষে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।
বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন এবং বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ আগামী ১৯, ২০, ২১, ২৬, ২৭ এবং ২৮ সেপ্টেম্বর এনেক্সভবনের ২৭ নম্বর বিচারকক্ষে শুনানি গ্রহণ করবেন।
বিচারপতি সৌমেন্দ্র সরকার এবং বিচারপতি মো. ইকবার কবিরের বেঞ্চ আগামী ২০, ২১, এবং ২২ এনেক্সভবনের ২৮ নম্বর বিচারকক্ষে সেপ্টেম্বর বেলা ১১ থেকে দুপুর ১টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।
বিচারপতি ওবায়দুর হাসান এবং বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ আগামী ২৪, ২৫ এবং ২৬ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এনেক্সভবনের ১৯ নম্বর বিচারকক্ষে শুনানিগ্রহণ করবেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি আশীষ রঞ্জন দাসের ডিভিশন বেঞ্চ আগামী ১৯, ২০, ২৬, ২৭ এবং ২৮ সেপ্টেম্বর এনেক্সভবনের ১৭ নম্বর বিচারকক্ষে বেলা ১১টা থেকে সোয়া ১টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।
বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি মো. সেলিমের ডিভিশন বেঞ্চ আগামী ১৬, ১৭, ১৮, ২৩, ২৪ এবং ২৫ অক্টোবর এনেক্সভবনের ২০ নম্বর বিচারকক্ষে বেলা ১১টা থেকে সোয়া ১টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।
বিচারপতি কৃষ্ণা দেবনাথের একক বেঞ্চ আগামী ২৬, ২৭ এবং ২৮ সেপ্টেম্বর এনেক্সভবনের ৩৪ নম্বর বিচারকক্ষে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।
বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী এবং বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর ডিভিশন বেঞ্চ আগামী ২, ৩, ৪, ৫, ৯, ১০ এবং ১৩ অক্টোবর মূলভবনের ২০ নম্বর বিচারকক্ষে বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন এবং একেএম সাহিদুল হকের ডিভিশন বেঞ্চ আগামী ৩, ৪, ৫, ৯, ১০ এবং ১৩ অক্টোবর এনেক্সভবনের ৫ নম্বর বিচারকক্ষে বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।
বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর এবং বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চ আগামী ১৫, ১৮, ১৯, ২১, ২৫, ২৬, ২৮ এবং ২৯ সেপ্টেম্বর মূলভবনের ২৭ নম্বর বিচারকক্ষে বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।
বিচারপতি মো. রুহুল কুদ্দুস এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ আগামী ১৬, ১৭, ১৮,১৯, ২৩, ২৪, ২৫ এবং ২৬ অক্টোবর মূলভবনের ২৮ নম্বর বিচারকক্ষে বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।
বিচারপতি ভবানী প্রসাদ সিংহের একক বেঞ্চ আগামী ১৮, ২০, ২২, ২৫ এবং ২৬ সেপ্টেম্বর মূলভবনের ১১ নম্বর বিচারকক্ষে বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।
বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর একক বেঞ্চ আগামী ১৬, ১৭, ১৮, ১৯, ২৩, ২৪, ২৫ এবং ২৬ অক্টোবর মূলভবনের ৯ নম্বর বিচারকক্ষে বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি ফরিদ আহমেদ শিবলীর ডিভিশন বেঞ্চ আগামী ১৯, ২০, ২১, ২৫, ২৬ এবং ২৭ সেপ্টেম্বর মূলভবনের ১২ নম্বর বিচারকক্ষে বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।
বিচারপতি সহিদুল করিমের একক বেঞ্চ আগামী ৩, ৪, ৯, ১০, ১৮ এবং ১৯ অক্টোবর মূলভবনের ২২ নম্বর বিচারকক্ষে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।