চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান লিইকো শক্তিশালী ব্যাটারির একটি ফোন বাজারে আনার তোড়জোড় চালাচ্ছে। এই ফোনটির মডেল লিইকো প্রো ৩। এতে ৫ হাজার মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি থাকবে। ফোনটি হবে ৭ মিলিমিটার পুরু।
গিজমো চায়না জানিয়েছে, লিইকোর নতুন ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮২১ চিপসেট থাকছে। এতে ৬ জিবি র্যাম থাকবে।
ফোনটির রিয়ার ক্যামেরা হবে ১৬ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।