বিক্ষোভ প্রদর্শন করেছে হাজার হাজার শিক্ষার্থী ও এলাকাবাসী টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী রাফাহ তাসনিহ নিহতের ঘটনায় ঘাতক বাস চালককে গ্রেপ্তার ও কলেজ গেট এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে । এ সময় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে গাজীপুর-টঙ্গী-কালীগঞ্জ-আবদুল্লাহপুর কার্যত অচল হয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের ওপর বেধড়ক লাঠিচার্জ করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এতে কমপক্ষে ৩০ ছাত্র-ছাত্রী আহত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এ অবোরধ চলে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, নিহত রাফার ঘাতক বাস চালককে গ্রেপ্তার ও কলেজগেট এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করছে না। ইতিপূর্বেও বেশ কয়েকবার ফুটওভার ব্রিজ তৈরির দাবি জানালে তাদেরকে আশ্বাস দিয়ে বিদায় করে দেয়ার পর আর কোনো অগ্রগতি হয়নি। এতে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে গতকাল সকাল ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী সাধারণ। খবর পেয়ে টঙ্গী থানা, শিল্প ও দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাত্র-ছাত্রীদের মহাসড়কে থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা করে। এতে তারা আরো বিক্ষুব্ধ হয়ে উঠে মহাসড়কে বসে পড়ে। একপর্যায়ে শিক্ষার্থীদের উঠিয়ে দিতে পুলিশ বেধড়ক লাঠিচার্জ শুরু করে। পুলিশের এলোপাতাড়ি পিটুনিতে আখি আক্তার, মাইশা জাহান, সাদিয়া আক্তার, তিশা আক্তার, রহমত উল্লাহ, মিকাত, সাব্বির হোসেন, তারেক হাসানসহ অন্তত ৩০ শিক্ষার্থী আহত হন। তাদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ঘটনাস্থলে এসে ঈদের পরে কলেজগেট এলাকায় একটি ফুটওভারব্রিজ নির্মাণের আশ্বাস দিলে সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট লক্ষ্য করা গেছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ তালুকদার বলেন, সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীরা সকাল ৮টার দিকে মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের মহাসড়ক থেকে উঠিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |