আদালত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার তিন মামলায় অভিযোগপত্র গ্রহণের জন্য আগামী ১৮ অক্টোবর দিন ধার্য করেছে ।
আজ বুধবার অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সময়ের আবেদন করেন। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগপত্র গ্রহণের জন্য এ দিন ঠিক করেন।
বিএনপির ডাকা হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে রাজধানীর দারুস সালাম থানায় মামলাগুলো দায়ের করা হয়।