খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন পবিত্র হজ পালনের উদ্দেশে আজ সৌদি আরব যাচ্ছেন । বিকাল ৫টায় সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবেন তিনি। সৌদি বাদশার রাজকীয় মেহমান হিসেবে বিএনপি চেয়ারপারসন পবিত্র হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, তার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ছাড়াও একজন গৃহকর্মী খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে সঙ্গে যাচ্ছেন। বিএনপি চেয়ারপারসন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে কবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরবেন, সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এদিকে অন্য একটি সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে হজ কাফেলায় শরিক হতে তার বড় ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও সৌদি আরব আসছেন। তারেক রহমান সপরিবারে সৌদি আরবে হজ পালন করবেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ওয়ান ইলেভেনের পর দীর্ঘদিন কারাভোগের পর জামিন নিয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন।
এছাড়াও খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তার কন্যাও সৌদিতে তাদের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে। উল্লেখ্য, প্রতিবছর রমজানে সৌদি বাদশার আমন্ত্রণে ওমরাহ পালন করে থাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে এবার ভিসা নেয়ার পরও তিনি ওমরাহ পালনে সৌদি আরব সফর বাতিল করেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |