ভারতীয় সেন্সর বোর্ড ইদানিং কাঁচির ব্যবহারটা তুলনামূলক বেশিই করছে। যার কারণে বোর্ডের ওপর বেজায় চটেছেন অভিনেত্রী রাখী সাওয়ান্ত। এমনকি সেন্সর বোর্ড বন্ধ করে দেয়ারও দাবি তুলেছেন বলিউডের এই হট অভিনেত্রী।
রাখীর আসন্ন ছবি ‘এক কাহানি জুলি কি’-কে ‘এ’ সার্টিফিকেট দিয়েছেন সেন্সর কর্তারা। ভারতে সাম্প্রতিক ঘটে যাওয়া শিনা বোরা হত্যাকাণ্ডের ঘটনা অবলম্বনে তৈরি ছবিটি। তার প্রতিবাদেই সেন্সর বোর্ড বন্ধের দাবি তোলেন তিনি। বলেন, ‘সেন্সর বোর্ড যে কী কাজ করে তা আমি বুঝতে পারি না। টাকা নেওয়া ছাড়া আর কোন কাজ নেই। এই ধরনের সেন্সর বোর্ড বন্ধ করে দেওয়া উচিত।’
রাখী বলেন, ‘এমন অনেক ছবি আছে যেখানে অনেক খারাপ ডায়লগ থাকে। ‘ঠোক দুঙ্গা, কর দুঙ্গা’- অনেক ছবিতেই আছে। অশালীন ইঙ্গিতও দেখেছি। পরিবারের সকলে বসে সেসব ছবি দেখা যায় না। সেসব ছবিও সেন্সর বোর্ড অনুমোদন দেয়।’
এক সময়ের এই আইটেম গার্ল বলেন, ‘ওরা বলছে রাখী সাওয়ান্তের ছবি তাই ‘এ’ দিয়েছি। আরে আমি তো সানি লিওন নই বা কোনো পর্নো তারকাও নই। আমি বলিউডের। অনেক স্ট্রাগল করে এ জায়গায় এসেছি।’
রাখী বলেন, ‘সেন্সর বোর্ড শুধু বিগ ব্যানারগুলোর কাছ থেকে টাকা নিতে পারে। আর যেসব প্রযোজকের টাকা কম তাদের ছবি নিয়ে সমস্যা তৈরি করে। এর বেশি কিছু করতে পারে না সেন্সর বোর্ড। বোর্ডের সদস্যরা তাদের পদমর্যাদার ফায়দা তুলছে।’