ভ্রাম্যমাণ আদালত বন্দর চ্যানেলে অবৈধভাবে নোঙ্গরসহ বিভিন্ন অপরাধে ১০টি লাইটার জাহাজকে ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করেছেন । এছাড়া একটি লাইটার জাহাজ থেকে ৪০ হাজার টাকা বকেয়া বিল আদায় করা হয়। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দরের নির্বাহি ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন।
তিনি বলেন, নিরাপত্তা সরঞ্জাম না থাকা, ওভারলোডিং, উপকূল অতিক্রম করার অনুমতি না থাকা এবং কর্নফুলী নদীর চ্যানেলে অবৈধভাবে নোঙ্গরের অপরাধে ৮টি লাইটার ও দুটি ট্যাংকার জাহাজকে জরিমানা করা হয়েছে। ইনল্যান্ড শিপিং ওর্ডিন্যান্স এর আওতায় এ জরিমানা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রিন্স অব জালাল উদ্দিন নামে অপর একটি লাইটার থেকে ৪০ হাজার টাকা বন্দরের বকেয়া বিল আদায় করা হয়েছে।
যেসব জাহাজকে জরিমানা করা হয়েছে সেগুলো হলো- এমভি ইসতিয়াক, এমভি কামাল, এমভি নুসরাত ইসলাম, এমভি সাজ্জাদুল হক-২, এমভি জাহীন, এমভি বান্ধব, এমভি শান্ত রূপাত-৫, এমভি সাগর সিরাজী, এম টি সামিরা-১ ও এমটি সুমিট।