চট্টগ্রাম : পুলিশ নগরীর পতেঙ্গা এলাকা থেকে অপহরণের পর হাবিবা নামের সাত মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে। এ ঘটনায় তিন অপহরণকারীকে গ্রেফতারও করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- জান্নাত বেগম ওরফে আসমা (২৬), শামীম মাহমুদ (২৭) ও মো. আলাউদ্দিন (৩৫)।
সোমবার সন্ধ্যায় আকবর শাহ থানার কর্নেল হাট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, আসমা ও শামীম স্বামী-স্ত্রী পরিচয়ে এক মাস আগে মুসলিমাবাদ এলাকায় হাবিবুর রহমান নামে এক ব্যক্তির বাসায় সাবলেট হিসেবে ভাড়া নেয়। সোমবার সকাল ৭টার দিকে কৌশলে তারা হাবিবুর রহমানের সাত মাস বয়সী শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। প্রথমে নিউমার্কেট এলাকায় ও সেখান থেকে কর্নেল হাট এলাকায় নিয়ে যাওয়া হয় শিশুটিকে। এরপর ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা।
অভিযানে নেতৃত্ব দেয়া পতেঙ্গা থানার এসআই মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে প্রযুক্তির সহযোগিতা নিয়ে আমরা অভিযান শুরু করি। এক পর্যায়ে সন্ধ্যায় কর্নেল হাট এলাকা থেকে শামীমকে আটক করি। এরপর তার তথ্য অনুযায়ী ওই এলাকা থেকে আলাউদ্দিন ও আসমাকে আটক করে ওই শিশুকে উদ্ধার করা হয়।