ছাত্রদল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্রান তারেক রহমানের ৯ম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা করতে পারেনি । ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন বরাদ্দ পেলেও পুলিশের অনুমতির অভাবে আলোচনা সভাটি করতে পারেনি তারা। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির শীর্ষ নেতৃবৃন্দ। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৯ম কারামুক্তি দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মিলয়নায়তন বরাদ্ধ পেলেও পুলিশের অনুমতি না মেলায় আমরা আজ আমাদের পূর্ব ঘোষিত অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছি। এটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। কোন জনসমাবেশ নয় বরং মিলনায়তনের ভেতরে হওয়া কোন আলোচনা অনুষ্ঠান কি নিরাপত্তা বিঘিœত করতে পারে তা কারো বোধগম্য নয়। তবে এটা যে ইচ্ছাকৃতভাবে সরকারের প্ররোচনায় আমাদের কন্ঠরোধ করার প্রচেষ্টা তা দেশবাসীর কাছে আরো একবার প্রতীয়মান হলো।