শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ ওডিআই সিরিজ। এই সিরিজটি অজিরা জিতে নিয়েছে ৪-১ ব্যবধানে গতকালই শেষ হয়েছে । একইদিন শেষ হয়েছে ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচ ওডিআই সিরিজ। এই সিরিজটি ইংল্যান্ড জিতেছে ৪-১ ব্যবধানে।

এই সিরিজ শেষে অস্ট্রেলিয়া আইসিসি ওডিআই র‌্যাঙ্কিংয়ে তাদের সেরা অবস্থান ধরে রেখেছে। এই সিরিজ জেতায় তাদের রেটিং পয়েন্ট এক বেড়েছে। অন্যদিকে, সিরিজ হারের কারণে শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট এক কমে গেছে। তবে, র‌্যাঙ্কিংয়ে তারা আগের ষষ্ঠ অবস্থানেই আছে।

আর পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জেতায় ইংল্যান্ডের রেটিং পয়েন্ট এক বেড়েছে। র‌্যাঙ্কিংয়ে তারা পঞ্চম অবস্থান ধরে রেখেছে। তবে, পাকিস্তান ৮৭ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করলেও তাদের পয়েন্ট এখন ৮৬। ২০০১ সালে বর্তমান র‌্যাঙ্কিং পদ্ধতি চালু হবার পর এটিই পাকিস্তানের সবচেয়ে কম রেটিং পয়েন্ট। র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান এখন নবম।

সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচ টেস্ট সিরিজ ২-২ ড্র করায় আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে উঠে আসে পাকিস্তান। কিন্তু ওডিআই র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থা খুবই খারাপ। নবম অবস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে তাদের রেটিং পয়েন্টের ব্যবধান আট।

আইসিসি সর্বশেষ ওডিআই র‌্যাঙ্কিং

দলের নাম      রেটিং পয়েন্ট

১.অস্ট্রেলিয়া         ১২৪

২.নিউজিল্যান্ড      ১১৩

৩.ভারত          ১১০

৪.দক্ষিণ আফ্রিকা    ১১০

৫.ইংল্যান্ড        ১০৭

৬.শ্রীলঙ্কা         ১০১

৭.বাংলাদেশ       ৯৮

৮.ওয়েস্ট ইন্ডিজ   ৯৪

৯.পাকিস্তান       ৮৬

১০.আফগানিস্তান    ৪৯

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031