ভ্রাম্যমাণ আদালত ফরিদপুরের বোয়ালমারীতে পিতা সামচুল হকের অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদকাসক্ত ছেলে শাহাদৎ হোসেন মোল্যাকে (৩৭) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ।
সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. খায়রুজ্জামান এ দণ্ডাদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের সামচুল হক মোল্যা অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলে শাহাদৎ হোসেন মোল্যার বিরুদ্ধে সোমবার সকালে ইউএনওর কাছে বিচার চেয়ে লিখিত অভিযোগ দেন। তাৎক্ষণিক পুলিশ তাকে বাড়ি থেকে গাঁজা সেবনরত অবস্থায় পাঁচ পুরিয়া গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। দণ্ড ঘোষণার পর শাহাদৎকে ফরিদপুর কারাগারে পাঠায় পুলিশ।