ju photo4_126939_0

ফুলটি দেখতে যেমন সুন্দর নাইট-কুইন , তেমনি গন্ধেও অতুলনীয়। আর এই ফুলের জন্য অপেক্ষা করতে হয়েছে বছরের পর বছর। দীর্ঘ নয় বছর অপেক্ষার অবসান ঘটিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফুটেছে নাইট-কুইন। সম্প্রতি এই দুর্লভ রাতের রানি ফুটেছে জাবির মীর মশাররফ হোসেন হলের এ ব্লকের ৪০৭ নং কক্ষের বারান্দায়।
গাছটির বয়স নয় বছর। প্রথম গাছটি সংগ্রহ করে ক্যাম্পাসে নিয়ে আসেন ৩২তম ব্যাচের এক শিক্ষার্থী। পরর্বতীতে পরিচর্যার সুযোগ পান ইতিহাস বিভাগের ৩৬তম ব্যাচের মো. তোয়াহা। দীর্ঘ সাত বছর পর প্রথম দেখা মেলে রাতের রাণীর। পরবর্তীতে তার ছাত্রত্ব শেষ হলে ইতিহাস বিভাগের ৩৮তম ব্যাচের শিহাব শাহরিয়ারের নিবিড় পরিচর্যায় দ্বিতীয়বারের মত দেখা মেলে ফুলটির। বর্তমানে ৪১তম ব্যাচের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ছাত্র মো. আবু রায়হান পরিচর্যায় হলের বারান্দায় রাখা হয়েছে ফুল গাছটি। সাদা রঙের ফুলের ভেতর ঘিয়ে রঙের এক আবরণ আর সুমিষ্ট গন্ধ নাইট কুইনকে দিয়েছে রাজকীয় চেহারা। এ জন্য একে বলা হয় রাতের রাণী। আর ফুল প্রেমীদের কাছে রয়েছে এর বেশ কদর। কিছুটা বিরল জাতীয় এ ফুলের আদি নিবাস আমেরিকার দক্ষিণাঞ্চল এবং মেক্সিকোতে। যার দেখা মেলে গাছ লাগানের অনেক দিন পর। প্রচলিত ভাষায় এটাকে সৌভাগের প্রতীক বলা হয়। এর বৈশিষ্ট্য হচ্ছে- এ ফুল বছরে মাত্র একবারই ফোটে। তবে প্রায় দুর্লভ ফুল হিসাবে নয় শুধু ফুলের চির স্নিগ্ধ, শুভ্র-পবিত্র রূপ প্রকাশের ক্ষেত্রে কারো দ্বিমত থাকে না।
এই ফুলের বৈশিষ্ট্য অন্যান্য যে কোনো ফুলের তুলনায় একটু আলাদা। বছরের মাত্র এক রাত এবং রাতের কোনো এক সময় ফোটাই এর স্বভাবগত বৈশিষ্ট্য। সাধারণত আমাদের দেশে এ ফুল ফোটে বর্ষাকালে। প্রথমে পাতার যে কোনো দিকে ছোট একটি গুটির মতো বের হয়। এই গুটি আস্তে আস্তে বড় হয়। বিশেষজ্ঞদের মতে,  ১৪ থেকে ১৫ দিনের মধ্যে ফুলের গুটি থেকে কলি রূপান্তরিত হয়। যে রাতে ফুল ফুটে সেদিন বিকালেই কলিটি অদ্ভুত সুন্দর সাজে সজ্জিত হয়ে ওঠে। পৃথিবী অন্ধকারে ছেয়ে গেলে আস্তে আস্তে মেলতে শুরু করে নাইট কুইনের কলি। রাতের সঙ্গে পাল্লা দিয়ে মেলতে থাকে একটি দুটি করে পাপড়ি। সেই সঙ্গে মিষ্টি এক ধরণের গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে। এ গন্ধে তীব্রতা না থাকলেও আছে এক ধরণের অদ্ভুত মাদকতা। রাত যত বাড়তে থাকে তার রূপ ততই খুলতে থাকে।
বর্তমান ফুল গাছের মালিক মো. আবু রায়হান ঢাকাটাইমসকে জানান, ফুল দুটি ফোটার পর গন্ধে মৌ মৌ করছে। সুগন্ধ নিয়ে আমার পড়ার টেবিলের পাশে সৌর্ন্দয্য ছড়াচ্ছে নাইট কুইন। এমন সুন্দর সময় বা স্মৃতি যাই বলুন না কেন ক্যাম্পাস লাইফে কি সবার হয়?

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031