আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে মে দিবসে
শ্রমিক জনতার মহাসমাবেশ সফল করতে
আন্তর্জাতিক মহান মে দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এক প্রস্তুতি সভা আজ ২৫ এপ্রিল বিকাল ৪ ঘটিকার সময় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় বীর মুক্তিযোদ্ধা বিএনপির শ্রমিক বিষয়ক সম্পাদক চট্টগ্রাম বিভাগের শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব এ এম নাজিমুদ্দিনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রমিকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স ম জামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগ শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া, সহ-সভাপতি এম আর মঞ্জু, তাহের আহমদ, মোহাম্মদ জামাল উদ্দিন, এম আর আজম উদ্দিন, শাহনাজ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক এম এ বাতেন, যুগ্ম সম্পাদক গাজী আইয়ুব আলী, আনোয়ার আজিম সবুজ, সহ-সম্পাদক আবু জাফর, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব, মহিলা সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস বিথি, দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন খান তরুন, নাসিরাবাদ শিল্পাঞ্চলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বিভাগীয় শ্রমিক দলের সদস্য আবুল কালাম আজাদ, কাজী আবচার, মো. বাহার মিয়া, মো. রবিউল হোসেন, আবুল খায়ের।
সভাপতি এ এম নাজিমুদ্দিন তার বক্তব্যে বলেন, ১লা মে শ্রমিক দিবস হিসেবে আমরা গর্ববোধ করে বলতে পারি- সারা বিশ্বে একদিনে দিবসটি পালিত হয়।
সুশৃংখলভাবে সকল শ্রমিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নেতৃত্বে পহেলা মে নাসিমন ভবনস্থ কার্যালয়ের সামনে রাস্তায় লক্ষ শ্রমিক জনতার সমাবেশ যেকোনো কিছুর মূল্যের বিনিময় সেদিন শ্রমিক সমাবেশকে মহা সমাবেশে রূপান্তর করতে হবে এবং সকলের সহযোগিতায় সুশৃংখলতার সহিত মিছিল সহকারে ব্যানার ফেস্টুন নিয়ে উপস্থিত হয়ে প্রমাণ করতে আমরা পারি। আজ থেকে ১২৮ বছর পূর্বে ১৮৮৬ সালে আমেরিকার সিকাগো শহরে একটি ক্ষুদ্র কারখানায় শ্রমিক আন্দোলন থেকে আজকে বিশ্বব্যাপী মে দিবসের ইতিহাস স্থান করে নিয়েছি। এটাই হলো শ্রমিকদের সফলতার পরিচয়। পালিয়ে যাওয়া হাসিনার দোসরদেরকে সতর্ক করে দিতে হবে।
বর্তমান অন্তবর্তীকালীন সরকার অবিলম্বে যেন নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন সে আহ্বান রেখে তিনি আরো বলেন, জাতীয়তাবাদী শ্রমিক দল শ্রমিকদের দাবি আদায়ের একটি অমূল্য প্রতিষ্ঠান। এই সংগঠন যত শক্তিশালী হবে ততই শ্রমিকদের অধিকার আদায় করা সম্ভব হবে। সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, আজকের সমাবেশ থেকে হুশিয়ার করে দিতে চাই পতিত স্বৈরাচারের দোসরেরা কোনরকম করে চক্রান্ত করলে জাতীয়তাবাদী শ্রমিক দল যেকোনো কিছুর মূল্যের বিনিময় প্রতিরোধ গড়ে তুলবে। অতীতের ন্যায় শ্রমিক দল রাজপথের প্রহরী হিসেবে এখনো আছে, ভবিষ্যতে থাকবে। সবাইকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, কোন ষড়যন্ত্র দেশের শ্রমিক জনতা মানবে না। আজকে যে সমস্ত কুচক্রীমহল আমাদের আন্দোলনকে খাটো করে দেখতে চায়, তাদেরকে আজকের সমাবেশ থেকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই- আমরা না থাকলে রাজপথে আন্দোলন কখনো সফল হতো না।