নগরীর একটি খালে পড়ে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় গঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) তদন্ত কমিটি  বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পরিদর্শনকালে তদন্ত কমিটির সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং দুর্ঘটনার কারণ ও ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে মতামত গ্রহণ করেন। তদন্ত কমিটির কাছে স্থানীয়রা তাদের মতামত তুলে ধরেন।

চসিকের সচিব আশরাফুল আমিনের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট এ কমিটি গঠিত হয় গত মঙ্গলবার (২৩ এপ্রিল)। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সোহেল (সদস্য সচিব), প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির প্রধান আশরাফুল আমিন বলেন, “এই দুঃখজনক ঘটনার পেছনে কী কী দায় বা গাফিলতি রয়েছে, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে, সে লক্ষ্যে সুপারিশ প্রণয়ন করা হবে।”

চসিক সূত্র জানায়, প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রাপ্ত সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে চসিকের তদন্ত কমিটি গঠন ও দুর্ঘটনাস্হল পরিদর্শন বিষয়ে চট্টগ্রাম নাগরিক অধিকার সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ও মানবাধিকার নেতা স ম জিয়াউর রহমান বলেন, অতীতেও এ রকম অনেক কমিটি হয়েছে, কিন্তু কোন কমিটির তদন্ত আলোর মুখ দেখেনি। এবারও যদি ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে তা হবে চরম অন্যায়। তিনি দ্রত ও স্বচ্ছতার সাথে কমিটির তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানান।

Share Now
May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031