প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ কাতার যাচ্ছেন । সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দেবেন তিনি। দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে সরকারপ্রধান এ সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন তার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

উপ-প্রেস সচিব বলেছেন, সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। অধ্যাপক ইউনূসের সফরসঙ্গীর তালিকায় রয়েছেন- পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

চার নারী ক্রীড়াবিদ সরকার প্রধানের সফরসঙ্গী হচ্ছেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এই চারজন হচ্ছেন- ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।

Share Now
May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031