বেশ কয়েকজন ইসরায়েলি বেসামরিক নাগরিক ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশের চেষ্টা করেছেন ।

তবে সীমান্ত অতিক্রমের আগেই বাফার জোন থেকে তাদেরকে আটক করে ইসরায়েলি সেনাবাহিনী। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আইডিএফ জানিয়েছে, সম্প্রতি কয়েকজন ইসরায়েলি নাগরিক গাজা উপত্যকায় প্রবেশের চেষ্টা করেন। তারা গাজার সীমানা অতিক্রম না করলেও সীমান্তবর্তী বাফার জোনে প্রবেশ করেন। ঘটনা জানার পর সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটক ব্যক্তিদের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

আইডেএফ বলছে, এ ধরনের কর্মকাণ্ড নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ও ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কঠোর নজরদারি চালানো হবে।

মূলত অবৈধ বসতি স্থাপনকারীরা বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে গাজায় ঢোকার চেষ্টা করেছেন।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইসরায়েলি নাগরিকদের ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ নিষিদ্ধ হলেও ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনেক ইসরায়েলিই গাজায় প্রবেশের চেষ্টা করেছেন।

Share Now
May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031