বৃটেনের স্বরাষ্ট্র বিষয়ক সিলেক্ট কমিটির চেয়ারম্যান যৌন কেলেঙ্কারিতে ফেঁসে গেছেন , লেবার দলের এমপি কিথ ভাজ। অভিযোগ করা হয়েছে, তিনি দু’জন ‘পুরুষ পতিত’কে নিয়ে লন্ডনে তার ফ্লাটে অবাধ সম্পর্ক গড়ে তুলেছিলেন। এর বিনিময়ে ওই দুই ‘পুরুষ পতিত’কে তিনি অর্থ দিয়েছেন। এ ঘটনা প্রকাশ হওয়ার পর তিনি স্বরাষ্ট্র বিষয়ক সিলেক্ট কমিটির চেয়ার পদ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, এমনিতেই এশিয় বংশোদ্ভূত এই রাজনীতিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও তদন্ত হচ্ছে। এবার যে অভিযোগ করা হয়েছে তাতে তার রাজনৈতিক ক্যায়িারের ক্ষতি হবে। বৃটেনের লিসেস্টার ইস্ট থেকে নির্বাচিত হয়েছেন কিথ ভাজ। তিনি নিজে খুব আত্ম প্রচারণামুখী। পটু বা চালাক রাজনীতিক। লেবার দলের ভিতরে তিনি তার ক্ষমতার মেয়াদে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ভূমিকা পালন করেছেন। এ সময়ে তিনি বামপন্থি সোশ্যালিস্ট ক্যাম্পেইন গ্রুপের সদস্য থেকে শুরু করে লেবার দলের গণতান্ত্রিক সমাজতন্ত্রী প্রুপের মূল ভূমিকায় চলে আসেন। তিনি ‘দ্য টেফলন এমপি’ আবার ‘কিথ ভাজলাইন’ হিসেবে পরিচিতি পেয়েছেন। বিভিন্ন অভিযোগ ও কেলেঙ্কারি থেকে তার বেরিয়ে আসার সামর্থ আছে। ১৯৫৬ সালে ইয়েমেনের অ্যাডেনে তার জন্ম। তার পুরো নাম নাইজেল কিথ অ্যান্থনি স্টান্ডাইশ ভাজ। তার পিতা ও মাতা ভারতের গোয়া রাজ্যের। ১৯৬৫ সালে তারা সপরিবারে ইংল্যান্ডে চলে যান। লন্ডনের টুইকেনহ্যামে স্থায়ী হন। এখানে তার পিতা একটি এয়ারলাইন ইন্ডাস্ট্রিতে যুক্ত হন। মা দুটি চাকরি করেন। একটি শিক্ষিকা হিসেবে। দ্বিতীয় চাকরিটি হলো মার্কস অ্যান্ড স্পেন্সারে। কিথ ভাজের বয়স যখন ১৪ বছর তখন তার পিতা আত্মহত্যা করেন। তারপর পড়াশোনা শেষ করে আস্তে আস্তে রাজনীতিতে যুক্ত হন তিনি। তবে তার পরিবার থেকে তিনি একাই রাজনীতির মাঠে নাম লেখান নি। তার বোন ভ্যালেরি ২০১০ সাল থেকে ওয়ালসাল সাউথের এমপি। কিথ ভাজের স্ত্রী মারিয়া ফার্নান্দেজ চালাচ্ছেন একটি আইনী প্রতিষ্ঠান।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |