সোমবার দিবাগত রাতে স্থানীয় সময় ১২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে আশরাফুল ও অর্চির কোলজুড়ে আসে কন্যা সন্তান। নিষেধাজ্ঞার মেয়াদ কাটিয়ে ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা মোহাম্মদ আশরাফুল বাবা হয়েছেন।
আশরাফুল ফেসবুকে নিজেই এই খবর দিয়েছেন।
গত বছর ১১ ডিসেম্বর অনিকা তাসলিমা অর্চিকে বিয়ে করেন টেস্টের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। অর্চি ইতিমধ্যে অনার্স শেষ করেছেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগে ২০১৩ সালে তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয় এ বছরের ১৬ আগস্ট। আশরাফুল গত এপ্রিল থেকে পুরোদমে প্রাকটিস শুরু করেন।
তবে সহসা তিনি আইসিসির প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারছেন না। বিসিএলের খেলোয়াড় তালিকায় তার নাম ছিল না। টুর্নামেন্টটি পিছিয়ে এখন এনসিএল শুরু হওয়ার কথা শোনা যাচ্ছে। আশরাফুলের আশা, এই টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরবেন তিনি।