চট্টগ্রাম : ডা. দীপু মনি মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরের পর পাকিস্তানের বিবৃতিকে ‘ন্যক্কারজনক’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ।

রবিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, যুদ্ধাপরাধী বিচারের ইস্যুতে পাকিস্তান ন্যক্কারজনক ভূমিকা এর আগেও নিয়েছে, এবারো নিলো। এতে আবারো প্রমাণিত হলো যে, তারা যুদ্ধাপরাধী ছিলো, তারা দেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে।

ডা. দীপু মনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশের মানুষের দাবি। আন্তর্জাতিক মান বজায় রেখেই বিচারকার্য সম্পন্ন হয়েছে। জিয়াউর রহমানের অবৈধ শাসনের কারণে বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছিলো এই বিচারের মাধ্যমে তা দূর হয়েছে।

আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, রাজাকার আল বদরদের ঘাড়ে এখনো পাকিস্তানের ভূত চেপে আছে। যুদ্ধাপরাধীরা কখনো জাতির কাছে ক্ষমা চায়নি। তারা এখনো নিজেদের পাকিস্তানিই মনে করে। তাই পাকিস্তানও তাদের পক্ষে অবস্থান নিয়েছে। বিএনপি জঙ্গিবাদকে রাজনৈতিক লক্ষ্য অর্জনে ব্যবহার করছে।

বৈঠকে উপস্থিত ছিলেন গঠনতন্ত্র উপকমিটির সদস্যসচিব আফজাল হোসেন, সদস্য মাহবুব উল আলম হানিফ, ফারুক খান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মিসবাহ উদ্দিন সিরাজ, খালিদ মাহমুদ চৌধুরী, আখতারুজ্জামান, আবদুর রহমান, আমিনুল ইসলাম, সুজিত রায় নন্দী প্রমুখ।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031