সমাজের বোঝা না হয়ে শিক্ষার্থীদেরকে সম্পদে পরিণত হতে হবে।এ লক্ষ্যে শিক্ষার আলো ধারন করে ধারনকৃত আলো ছড়িয়ে দিয়ে দেশ ও জাতিকে আলোকিত করতে হবে।কারন সুশিক্ষা অর্জন করা ছাড়া দেশ এবং জাতির কোন কল্যানই করা সম্ভব নয়।
রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীরউত্তম মিলনায়তনে অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি ও মেধাবী ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহ শিক্ষায় মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে মেয়র বলেন,পিতা-মাতা,অভিভাবক ও শিক্ষকদের মুখ উজ্জ¦ল করার জন্য শিক্ষার্থীদের সু-শিক্ষা অর্জন করতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহ শিক্ষায় মনোযোগী হয়ে ভাল মন্দের মধ্যে পার্থক্য বুঝার জ্ঞান অর্জন করতে হবে।
মেয়র আরো বলেন,পবিত্র ইসলামকে কলংকিত করার জন্য এক শ্রেনীর বিভ্রান্ত যুবক পথভ্রষ্ট হয়ে জঙ্গিরূপ ধারন করেছে। তারা বিকৃত মানসিকতায় মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে মানুষ হত্যায় নিয়োজিত আছে।এ ধরনের বিভ্রান্ত ও বিপদগামী তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য পিতা মাতা ও নিকট স্বজনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।তিনি আশা করেন সামাজিক সচেতনতা এবং ইসলামের সঠিক ব্যাখ্যা ও দিক নির্দেশনার মাধ্যমে বিভ্রান্তদের সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বিশেষ সম্মাননায় ভুষিত করা হয়। পরে মেয়র ২০১৬ সনে এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬২ জন ২০১৫ সনের জে.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ জন এবং পি.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০৩ জন কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতেও পুরষ্কার তুলে দেন ।
বার্ষিক ক্রীড়া উপকমিটির আহবায়ক সৈয়দ রফিকুল আনোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম এর সচিব ড.পিযুষ দত্ত, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, নারী নেত্রী শিক্ষানুরাগী ও সমাজসেবক মিসেস শিরিন আখতার।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মিসেস লিলি বড়ুয়া।