প্রবীণ সাংবাদিক তারাকান্দা প্রেসক্লাবের সহ-সভাপতি স্বপন ভদ্রকে কুপিয়ে হত্যা করেছে এক মাদক কারবারি ময়মনসিংহ শহরের শম্ভূগঞ্জ বাইদ্যাপাড়া এলাকায় । সাগর নামের ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে শম্ভুগঞ্জ বাইদ্যাপাড়া এলাকায় খুনের ঘটনাটি ঘটে।
জানা গেছে, স্বপন ভদ্র মাদক কারবারিদের বিরুদ্ধে সরব ছিলেন। সে জন্য পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে খুন করেন সাগর।
এলাকাবাসী জানান, শনিবার বেলা ১১টার দিকে স্বপন ভদ্র শম্ভুগঞ্জ বাইদ্যাপাড়া চা স্টলে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ সন্ত্রাসী সাগর তাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাতের কবজি কেটে ফেলে। এরপর তার মাথায় ও পিঠে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন সাংবাদিক স্বপন ভদ্রকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপর ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম, কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেন। স্বপন ভদ্রের হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেন পুলিশ সুপার।
গৌরীপুর পাছার বাজার থেকে সাগরকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনার চার ঘণ্টার মধ্যে বেলা তিনটার দিকে গৌরীপুর থানার ওসি মীর্জা মাজাহারুল ইসলাম ও কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার আনোয়ার হোসেনের নেতৃত্বে ।