বিমানের এক যাত্রীর ওজন ৬ হাজার কিলোগ্রাম, বয়স ৬৬ মিলিয়ন বছর, লম্বায় ১৩ মিটার। ভাবছেন, বিমানে আবার এ1472508783800_126793_0মন দানবীয় যাত্রীটি কে? আসলে সে একটি ডাইনোসর। নাম টিরানোসরাস রেক্স। সংক্ষেপে বলা হয় টি-রেক্স। একসময় পৃথিবীর বুকে দাপিয়ে বেড়াত এই ডায়নাসোর। সেই টি-রেক্সের কঙ্কালের নামেই সম্প্রতি ইস্যু হয়েছে পাসপোর্ট। না কোনো মজা নয়, রীতিমতো বিমানে চেপে সেই পাসপোর্টের জোরেই আমেরিকা খেকে নেদারল্যান্ডস যাত্রা করেছে টি-রেক্সের কঙ্কাল।

২০১৩ সালে আমেরিকার মন্টানায় এই টি-রেক্স কঙ্কালটির খোঁজ পাওয়া গিয়েছিল। বিশেষজ্ঞদের মতে, এখন পর্যন্ত ডাইনোসরের যত কঙ্কাল উদ্ধার হয়েছে, তার মধ্যে এটি সব থেকে ভালো অবস্থায় রয়েছে। কারণ, এই মেয়ে ডাইনোসরটির আশি শতাংশ হাড়ই ঠিকঠাক অবস্থায় পাওয়া গিয়েছিল। সেই কঙ্কালটিকেই এবার নেদারল্যান্ডসের লেইডেন শহরের একটি সংগ্রহশালায় প্রদর্শিত করা হবে। সেই কারণেই ডাইনোসরের কঙ্কালটিকে বিমানে করে নিয়ে যেতে হবে। তাই সরকারি নিয়ম মেনে টি-রেক্সের কঙ্কালের জন্য নেদারল্যান্ডস সরকারের পক্ষ থেকে পাসপোর্ট বের করা হয়। তারপর ২৫০ জন বিমানযাত্রীর সঙ্গে বাক্সবন্দি হয়ে বিমানযাত্রা হল টি-রেক্সের। না হয় কঙ্কালই যাচ্ছে, তাই বলে শুধু খুলির ছবি তো পাসপোর্টে দেয়া যায় না। সেই জন্য সত্যিকারের টি-রেক্স-এর একটি মুখই পাসপোর্টের উপরে বসানো হয়েছে। কিন্তু পাসপোর্ট হলে তো স্বাক্ষর থাকতে হবে! তাই পাসপোর্টের মালিকের স্বাক্ষরের জায়গায় টি-রেক্সের নখের ছবি রয়েছে।

গত ২৩ অগস্ট পাসপোর্ট ইস্যু হয়েছে। সেই পাসপোর্ট দশ বছর বৈধ থাকবে। বলা যায় না, আবার যদি বিদেশ যাত্রার প্রয়োজন হয়। সূত্র: এবেলা।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031