চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন নীতি-নৈতিকতায় সমৃদ্ধ ধর্মপ্রান আলোকিত মানুষ গড়ে তুলতে মহৎ ও মহান পেশায় নিয়োজিত শিক্ষকদের অগ্রনী ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন ।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মুসলিম ইনষ্টিটিউট হলে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষক সমিতির অভিষেক ও শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।
মেয়র বলেন,শিক্ষকদের সুযোগ-সুবিধা সিটি কর্পোরেশন অব্যাহত রাখবে।তবে শিক্ষার মান ও পাশের হার অবশ্যই যুক্তিসংগতভাবে বৃদ্ধি করতে হবে।
সমাজ ও দেশকে আলোকিত করার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নাগরিক দায়বদ্ধতা থেকে বছরে ৪২ কোটি টাকা ভর্তূকি দিয়ে ৮৯টি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছে।
তিনি আশা করেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সুনাম ও সুখ্যাতি অব্যাহত রাখতে শিক্ষক সমাজ অগ্রনী ভূমিকা পালন করবে। মেয়র বলেন, নীতি-নৈতিকতায় সমৃদ্ধ ধর্মপ্রান আলোকিত মানুষ গড়ে তুলতে মহৎ ও মহান পেশায় নিয়োজিত শিক্ষকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
সংগঠনের সভাপতি ছরওয়ার জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক ও শিক্ষক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক ডিউক, ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ছালে আহমদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের, প্রধান শিক্ষক এম আলী আকবর প্রমুখ।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির ৪২ জনকে শপথ বাক্য পাঠ করান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ ছাড়াও মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষক সমিতির ওয়েবসাইড উদ্বোধন এবং বন্ধন নামে একটি স্মরনীকার মোড়ক উন্মোচন করেন। শিক্ষক নেতৃবৃন্দ সিটি মেয়রকে ফুল এবং ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান।