পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম আর কিছুদিনের মধ্যেই দেশের জঙ্গিদের পুরোপুরি নিশ্চিহ্ন করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। আজ শনিবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে জঙ্গিবাদবিরোধী সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের স্থান নেই। জঙ্গিরা এত কমসংখ্যক যে এটা দমন করা গেছে। কিছুদিনের মধ্যে এটা পুরোপুরি নিশ্চিহ্ন করা যাবে। তিনি বলেন, জঙ্গিরা ধর্মের বিকৃত ব্যাখ্যা দিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এই নরহত্যা করছে। এটা ধর্মের রাজনৈতিক ব্যবহার করে ক্ষমতা দখলের চক্রান্ত। অনুষ্ঠানে কথাসাহিত্যিক সেলিনা হোসেন গুলশান হামলার প্রসঙ্গ টেনে বলেন, সেখানে বন্ধুদের জন্য নিহত ফারাজ আইয়াজ হোসেনের ভূমিকা উল্লেখযোগ্য। ফারাজকে জঙ্গিরা চলে যেতে বলেছিল। কিন্তু বন্ধুদের রেখে সে আসতে চায়নি। সে কত দ্রুত সিদ্ধান্ত নিয়েছে। এটাই বাংলাদেশের প্রাণের শক্তি। অধ্যক্ষ সুফিয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে কলেজের শিক্ষক, অভিভাবক প্রতিনিধি ও দুজন ছাত্রী বক্তব্য দেন। উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে পূর্বঘোষণা অনুযায়ী আজ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী সমাবেশ হচ্ছে। এরই অংশ হিসেবে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |