শনিবার রাত সোয়া নয়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।
হিথ স্ট্রিক চলে যাওয়ার পর গত ১ সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই পেসারের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব পাওয়ার পর ওয়ালশ জানান, বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। দলের সঙ্গে কাজ শুরু করার জন্য আমি মুখিয়ে আছি।
ওয়ালশ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩২টি টেস্ট ও ২০৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তিনি টেস্টে ৫১৯ ও ওয়ানডেতে ২২৭টি উইকেট শিকার করেছেন। টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেরা উইকেটশিকারি ওয়ালশ।