২৯ টাই হচ্ছে এবার রোজা তাহলে। আর যদি এটা সত্য হয় তাহলে পাকিস্তানে ১০ এপ্রিল উদযাপিত হবে ঈদুল ফিতর।

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তানের আবহাওয়া দপ্তর (পিএমডি)। গত সোমবার সংস্থাটি জানিয়েছে, এ বছর পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে আগামী ৯ এপ্রিল। সে ক্ষেত্রে ঈদুল ফিতর উদযাপিত হবে ১০ এপ্রিল। খবর জিও নিউজের।

পিএমডি বলেছে, ৮ এপ্রিল রাত ১১টা ২১ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে এবং পরের দিন সন্ধ্যায় তার বয়স হবে ১৯ থেকে ২০ ঘণ্টা। সেদিন সূর্যাস্তের পর ৫০ মিনিটেরও বেশি সময় ধরে চাঁদ দেখা যেতে পারে।
ফিতরা কখন দেয়া ওয়াজিব?

পিএমডি জানিয়েছে, ৯ এপ্রিল পাকিস্তানের বেশিরভাগ অংশের আকাশ পরিষ্কার থাকবে। তবে উত্তরাঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে।

পাকিস্তানে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছিল গত ১১ মার্চ এবং পরের দিন থেকে শুরু হয়েছিল রোজা। সুতরাং, পিএমডির পূর্বাভাস সত্য হলে এ বছর ২৯টি রোজা রাখবেন পাকিস্তানিরা।

হিজরি ক্যালেন্ডারের মাসগুলো সাধারণত ২৯ বা ৩০ দিনে শেষ হয়। তবে মাসটি কতদিনে যাবে তা নির্ভর করে চাঁদ দেখার ওপর। ফলে, অন্য মাসগুলোর মতো রমজানও কতদিনে শেষ হবে, তা আগে থেকেই নির্দিষ্ট নয়।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031