বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি কমে ৫ দশমিক ৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে চলতি ২০২৩-২৪ অর্থবছরে বিশ্বব্যাংক। সংস্থাটির হিসাব অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৮ শতাংশ। চলতি অর্থবছরে প্রবৃদ্ধি কমবে। তবে আগামী অর্থবছরে সামান্য বাড়তে পারে।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংক কার্যালয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।

বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটে বলা হয়, বাংলাদেশের অর্থনীতি কোভিড-১৯ মহামারী থেকে একটি শক্তিশালী পরিবর্তন এনেছে। কিন্তু মহামারী পরবর্তী পুনরুদ্ধার উচ্চ মূল্যস্ফীতি, ক্রমাগত অর্থপ্রদানের ঘাটতি, আর্থিক খাতের দুর্বলতা এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ব্যাহত হচ্ছে।

আপডেটে আরো বলা হয়, জরুরি আর্থিক সংস্কার এবং একক বিনিময় হার ব্যবস্থা বৈদেশিক মুদ্রার রিজার্ভ উন্নত করতে এবং মুদ্রাস্ফীতি কমাতে গুরুত্বপূর্ণ হবে। বৃহত্তর বিনিময় হারের নমনীয়তা বৈদেশিক মুদ্রা বাজারে চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করবে।

Share Now
May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031