পাহাড়তলী থানা পুলিশ চট্টগ্রাম নগরীতে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে টাকা মোবাইল হাতিয়ে নেওয়া চক্রের সদস্যকে গ্রেফতার করেছে ।
বৃহস্পতিবার (২৮ মার্চ) থানা সূত্রে নিশ্চিত করা হয়, পাহাড়তলী ফল্যাতলি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, চক্র সদস্যরা পাইকারী জিনিসপত্র কিনতে দেখা করতে বলেন ভোক্তভোগী কসমেটিক ব্যবসায়ী দুলালকে, দুলাল সাগরিকা মোড় এলাকায় গেলে কোন কথাবার্তা ছাড়াই ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি করে অজ্ঞাত স্থানে নিয়ে ব্যবসায়ী দুলালকে আটকে মারধর করে।
এ সময় নগদ টাকা, সোনার আংটি, রোলেক্স ঘড়ি, মোবাইল নেওয়ার পর নগদ অ্যাপস হতেও পিনকোড নিয়ে টাকা তুলে নেয়।
পরে অভিযোগ পেয়ে গুপ্তচরের নিকট হতে প্রাপ্ত তথ্য, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান পরিচালনা করে পাহাড়তলী থানাধীন ফইল্যাতলী বাজার সংলগ্ন চৌধুরী প্লাজায় অবস্থিত নোয়াখালী স্টোরের সামনে হতে অত্র মামলার ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মোঃ রাকিবুল হাসান রাকিব (২৮) ও মোঃ সাহাবুদ্দিন@সাইমুন দ্বয়কে গ্রেফতার করে থানা পুলিশ।
গ্রেফতারকালে ধৃত আসামিদ্বয়ের দেহ তল্লাশি করে আসামি মোঃ রাকিবুল হাসান রাকিবের (২৮) পরিহিত প্যান্টের পিছনের ডান পকেট হতে ১টি স্টিলের টিপ ছুরি, প্যান্টের সামনের বাম পকেট হতে ঘটনায় অপরাধের কাজে ব্যবহৃত ১টি এ্যাড্রোয়েট ওয়ালটন মোবাইল ফোন এবং প্যান্টের ডান পকেট হতে নগদ ৫,৭০০/-টাকা ও ধৃত আসামী মোঃ সাহাবুদ্দিন@ সাইমুন এর পরিহিত প্যান্টের বাম পকেট হতে ৪,৩৫০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ করতঃ তাদের সাথে নিয়ে হালিশহর থানাধীন বি-ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে অত্র মামলার ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত সহযোগী পলাতক আসামী মোঃ সাদমান ফয়েজ সংলাপ(২৭), মোঃ ইসমাইল হোসেন প্রঃ বাধন(২৭), ওমর বিন কিবরিয়া প্রঃ রাজ(২৬)দের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকালে ধৃত আসামী মোঃ সাদমান ফয়েজ সংলাপ(২৭) এর পরিহিত প্যান্টের ডান পকেট হইতে ১টি স্বর্নের আংটি, যাহার ওজন-২ আনা, যার মূল অনুমান-১২,০০০/-টাকা বাদীর সনাক্ত মতে উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কেপায়েত উল্লাহ বলেন, এ সংক্রান্তে বাদী মোঃ দুলাল হোসেন (৩৩) অজ্ঞাতনামা ৮/১০ জন আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করলে পাহাড়তলী থানার মামলায় ১৭০/৩৪২/৩৬৫/৩৮৬/৩২৩/ ৫০৬/৩৪ ধারায় মামলা রুজু হয়েছে।