বাড়তি উত্তেজনা শ্রীলঙ্কা-বাংলাদেশের ম্যাচ মানেই । এই ম্যাচ হারলে সিরিজ হাতছাড়া হয়ে যাবে বাংলাদেশের। অধিনায়কের মতো করেই দলকে জেতালেন নাজমুল হোসেন শান্ত। সম্মুখ থেকে নেতৃত্ব দিয়ে লিখলেন লঙ্কাবধের গল্প। ইনিংসের শেষ দুই ওভারের বাংলাদেশের প্রোয়জন ছিল ২ রানের আর অধিনায়ক শান্তর হাফসেঞ্চুরি হতে তখন দরকার ৩ রানের।
১৯তম ওভারের প্রথম বলেই ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে বিশাল এক ছক্কা হাঁকিয়ে দলের জয়ের পাশাপাশি নিজের অর্ধশতকও পূর্ণ করেন শান্ত। এতে জয়োল্লাসে মাতে বাংলাদেশ। সিরিজ ফিরে ১-১ সমতায়।
বুধবার (৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। লঙ্কানদের দেয়া ১৬৬ রানের লক্ষ্য ১১ বল হাতে রেখেই পেরিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল।
রান তাড়ায় ভালো শুরু করেন সৌম্য সরকার আর লিটন দাস। লিটনকে বেশ আত্মবিশ্বাসী দেখালেও সৌম্য অবশ্য শুরু থেকেই নড়বড়ে ছিলেন। বারকয়েক বেঁচে যান আউট থেকে। ইনিংসের চতুর্থ ওভারে তো আম্পায়ার আউট দিয়েই বসেছিলেন।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ১৬৫/৫, ২০ ওভার (কামিন্দু মেন্ডিস ৩৭, কুশল মেন্ডিস ৩৬, ম্যাথিউজ ৩২*; তাসকিন ১/৩৮, মেহেদী হাসান ১/৩৯, সৌম্য ১/৫)।
বাংলাদেশ: ১৭০/২, ১৮.১ ওভার (নাজমুল হোসেন শান্ত ৫৩*, লিটন ৩৬, তাওহিদ হৃদয় ৩২*, সৌম্য ২৬; মাথিসা পাতিরানা ২/২৮)।
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী। ম্যাচ সেরা: নাজমুল শান্ত।