৫৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায় । এ সময়ে দেশে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে।
মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৯০ জনে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৮ হাজার ৪৬৪ জনে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৬৩৯টি নমুনা পরীক্ষায় ৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ৫২ জনই ঢাকার রোগী। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৯২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের ৪৫ জন সুস্থ হয়েছেন।বাসস