মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
শনিবার সকাল সাড়ে আটটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন। মির্জা ফখরুলের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও আছেন।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি সিঙ্গাপুরে যান। ঈদের আগেই তিনি দেশে ফিরবেন।
২০১৫ সালের ২৭ জুলাই জামিনে মুক্তি পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, ফখরুলের ইন্টারন্যাল ক্যারোটিভ আর্টারিতে ব্লক রয়েছে। পরে চিকিৎসকদের পরামর্শে তিনি যুক্তরাষ্ট্রে যান। জটিল জায়গায় ব্লক হওয়ায় তা অপারেশন করা সম্ভব নয় বলে যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা জানান। এরপর থেকে বিএনপি মহাসচিবকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে সিঙ্গাপুরে যেতে হচ্ছে।