ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন কুষ্টিয়ার ভেড়ামারায়। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শওকত আলী (৬০) ও জলিল মাস্টার (৬২)। জলিল মাস্টার সদর উপজেলার খাজানগর গ্রামের সামসের মিস্ত্রীর ছেলে ও শওকত আলী একই এলাকার চন্দ্র মিস্ত্রীর ছেলে। আহতরা হলেন- রাজিয়া খাতুন, গোলেজান বেগম, খলিলুর রহমান ও চালক শরিফুল ইসলাম। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া থেকে একটি ট্রাক পাবনা যাচ্ছিল। কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের বারোমাইল এলাকা মোড়ে পৌঁছার পর বিপরীত দিক থকে আসা একটি অটোরিকশার সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা দুই যাত্রী নিহত হয়।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031