চীনের একটি সরকারি সংবাদপত্রএমনই মন্তব্য করল । ভারত, রাশিয়া ও এই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে চীনকে ঘিরে ফেলতে চাইছেআমেরিকা ও জাপান ।
জাপান ও আমেরিকার এই ভূরাজনৈতিক কৌশল নিয়ে চিনের উদ্বিগ্ন হওয়া উচিত নয় বলেও মন্তব্য করে সংবাদপত্রটিতে বলা হয়েছে, আর্থিক ও সামরিক দিক থেকে শক্তিশালী হয়ে ওঠাই বেজিংয়ের লক্ষ্য হওয়া উচিত।
সম্প্রতি ভারত ও আমেরিকার মধ্যে সামরিক সরঞ্জাম আদানপ্রদান সংক্রান্ত সমঝোতার উল্লেখ করে ‘গ্লোবাল টাইমস’-এ ‘জিওপলিটিক্যাল গেম শ্যুড নট ডাইভার্ট চায়না’ শিরোনামে সম্পাদকীয় নিবন্ধে বলা হয়েছে, কিছু মার্কিন সংবাদমাধ্যম এই সমঝোতার ভুল ব্যাখ্যা করে তা ভারতের আমেরিকার জোটে সামিল হওয়ার সংকেত বলে তুলে ধরতে চাইছে।
সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে দীর্ঘদিনের আঞ্চলিক ভূখণ্ড সংক্রান্ত বিতর্ক সমাধানে কোনো অগ্রগতি না হলেও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে রাশিয়ার সঙ্গে আর্থিক সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা করছেন। এই বিষয়টিকে রাশিয়ার প্রতি জাপানের নীতির তাৎপর্য্যপূর্ণ পরিবর্তন হিসেবেই মন্তব্য করেছে সংবাদপত্রটি।