চট্টগ্রাম নগরীর ডবলমুরিং মডেল থানা পুলিশ দেশত্যাগ কালে ১১টি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত জাহিদুর রহমান প্রকাশ রুবেলকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালের দিকে ডবলমুরিং মডেল থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল রাতে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। জাহিদুর রহমান রুবেল ফেনী জেলার সদর থানার ধৌন সাহাদ্দার এলাকার মাহবুবুর রহমানের ছেলে।
সে বর্তমানে চট্টগ্রাম নগরীর বন্দর এলাকার গোসাইলডাঙ্গায় বসবাস করেন।
ডবলমুরিং মডেল থানার ওসি ফজলুল কাদের পাঠোয়ারী বলেন, সে গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলো। চলতি বছরের জানুয়ারি মাসে তিনি গোপনে দেশে আসেন। দেশে এসে গ্রেফতার এড়াতে তিনি নিজ বাসায় অবস্থান না করে বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন।
তিনি আরও বলেন, গোপনে দেশ ছেড়ে যাচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১ টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী জাহিদুর রহমানেকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে বিদেশে উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থী প্রেরণের প্রলোভন দেখিয়ে আর্থিক প্রতারণাসহ এনআই এক্ট সংক্রান্তে ১১টি মামলার গ্রেফতারি পরোয়ানা আছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা তিনি।