বিজিএমইএর ২০২৪–২৬ নির্বাচনে ফোরাম চট্টগ্রামের প্রার্থীদের প্যানেল চূড়ান্ত হলো । মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ষোলশহরস্থ ফোরাম অফিসে এক বৈঠকে এই প্যানেল ঘোষণা করেন ফোরাম চট্টগ্রামের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবদুল মান্নান রানা। এবারের বিজিএমইএ নির্বাচনে প্রথম সহ–সভাপতি পদে লড়বেন কেডিএস গ্রুপের এমডি সেলিম রহমান, পরিচালক পদে লড়বেন ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, এলার্ট ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল্লাহ মনসুর, চৌধুরী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিক চৌধুরী, এনআরসি নীট ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক আরশাদ উর রহমান, ফ্যাশন অব ওয়েলস্‌’র ব্যবস্থাপনা পরিচালক ওদুদ মোহাম্মদ চৌধুরী, দ্য নীড এ্যাপারেলস (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান রিয়াজ ওয়ায়েজ, কে গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিজয় শেখর দাশ এবং প্রগ্রেসিভ এপারেলস ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোরশেদ কাদের চৌধুরী।

নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান খন্দকার বেলায়েত হোসেন ও মোহাম্মদ আতিকের সঞ্চালনায় সভায় ফোরাম চট্টগ্রামের সহ–সভাপতি এমদাদুল হক চৌধুরী, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এনামুল আজিজ চৌধুরী, সহ–সাংগঠনিক সম্পাদক কাজী মো. শফিকুল ইসলাম টিটু, এমএ সিদ্দিক চৌধুরী, কাজী নুরুল ইসলাম মিটু, শিব্বির আহমেদ, অফিস সচিব মোহাম্মদ তসলিম, মোহাম্মদ হোসাইন, মঈনুদ্দিন নুর তারেকসহ শতাধিক পোশাক কারখানার মালিক অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

Share Now
May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031