দুই সন্তান ও স্ত্রীকে হত্যার পর ছুরি দিয়ে নিজেই আত্মহত্যার চেষ্টা করেছেন স্বামী আশিকুর রহমান মোল্লা নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের টেক্সটাইল এলাকার মোল্লাপাড়ায় । তাকে চিকিৎসার জন্য প্রথমে নীলফামারী জেনারেল হাসপাতালে পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকাল পৌণে দশটার দিকে এই ঘটনা ঘটে।
হত্যার স্বীকাররা হলেন আশিকুর রহমান মোল্লার স্ত্রী তহুরা বেগম(৩৫) ও তার দুই সন্তান যথাক্রমে আয়শা আক্তার(৮) ও জেরিন আক্তার(৫)। পুলিশ সুপার গোলাম সবুর(পিপিএম-সেবা) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রাথমিক ভাবে পুলিশ ধারণা করছে মাদকাসক্ত ও ঋণগ্রস্থ ছিলেন আশিকুর রহমান মোল্লা। এ ঘটনাকে কেন্দ্র করে আশিকুর রহমান মোল্লা এই হত্যাকান্ডের ঘটনা ঘটান।