একটি মাইক্রো (হায়েস) ও লরির সংঘর্ষ হয়েছে নগরীর পতেঙ্গা সৈকত সড়কে । যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ দুর্ঘটনায় মাইক্রোটির একপাশে দুমড়ে মুচড়ে গেছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পতেঙ্গা থানার সেকেন্ড অফিসার মো. আশরাফ দৈনিক আজাদীকে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আহন হননি। দুই পক্ষের মধ্যে সমঝোতা চলছে।